spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশিসহ ৩৫ শরণার্থী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি

লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে বাংলাদেশিসহ ৩৫ জন শরণার্থী ছিল। ওই নৌকায় বাংলাদেশি ছাড়াও সিরিয়া, মিশর, সোমালিয়া ও ঘানার নাগরিকরা ছিলেন।

জানা যায়, স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় এলাকা জেলাইটেন থেকে নৌকাটি যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার ভূমধ্যসাগরে এটি ডুবে যায়। এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার নৌকা তাদের মধ্য থেকে ২২ জনকে উদ্ধার করতে পারলেও ১৩ জন নিখোঁজ ছিল।

জাতিসংঘ জানিয়েছে, নিখোঁজ ১৩ জনের মধ্যে দুই সিরীয়সহ ৩ জনের লাশ উদ্ধারকর্মীরা সাগর থেকে তুলে এনেছেন।

বাকি দশ জনের লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

 

সূত্র: ডেইলি সাবাহ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss