spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঈদ জামাতের সিদ্ধান্ত আসছে মঙ্গলবার

গত বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের জামাত মসজিদে আদায়ের সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) সভা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন।

তিনি বলেন, ঈদের জামাতের বিষয়ে আমরাও চাই গত বছরের সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করবো। আগামী পরশু (মঙ্গলবার) আমরা একটা সিদ্ধান্তে যাব। আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।

তিনি আরো বলেন, গত বছরের চেয়ে এবার পরিস্থিতি আরও খারাপ। আমাদের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বলেছি বসে একটা সিদ্ধান্ত নিন। গত বছর যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক রাখবেন নাকি, আরও কঠিন করবেন নাকি কিছুটা রিল্যাক্স করবেন, বসেই সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

আরো পড়ুন: সোমবার থেকে বন্ধ করোনা টিকার প্রথম ডোজ

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন মুসলমানরা মসজিদ কিংবা ঈদগাহে ২ রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করে থাকেন।

চস/স

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss