spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিন প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এবার সর্বনিম্ন প্যাকেজ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা আর সর্বোচ্চ প্যাকেজে খরচ পড়বে সাড়ে ৭ লাখ টাকা।

হাব জানায়, গত বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, বিগত সময়ে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮০০ ডলারের বেশি বিমান ভাড়া নেয়া হয়েছে। যাকে তিনি অন্যায় বলে মন্তব্য করেন এবং আগামী মৌসুমে অন্তত ১০০ ডলার কম নেয়ার প্রতিশ্রুতি দেন।

এ বছর হজের নিবন্ধনের শেষ দিন ১২ অক্টোবর। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার হজযাত্রী নেয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ফলে কোটাপূরণ করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছে এজেন্সিগুলো।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় সমবেত হন। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লিও এই মহাসমাবেশে অংশ নেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss