spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৪৩তম বিসিএস: প্রিলিমিনারীর তারিখ ঘোষণা

আগামী ৬ আগস্ট ৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিহ ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আসনবিন্যাস ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরো পড়ুন: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

গত ৩০ নভেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪২ ও ৪৩তম বিসিএসের সার্কুলার প্রকাশ করে। ৪২তম বিসিএস হবে বিশেষ বিসিএস।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেয়া হবে।

৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে ৩০০ এডমিন ক্যাডার, ১০০ পুলিশ, ২৫ পররাষ্ট্র ক্যাডার এবং ৮৪৩ শিক্ষকসহ মোট ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার অনুষ্ঠিত হবে এ বছরের ১৯ মার্চে। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss