spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের ৩০ বছর কারাদণ্ড

অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের বহিষ্কৃত গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন: সাবেক ডিজিসহ স্বাস্থ্যের ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

তাকে অস্ত্র মামলার দুই ধারায় ১৫ বছর করে সাজা দিয়েছেন আদালত। তিনি দু’টি সাজাই একত্রে ভোগ করবেন বলে তাকে ১৫ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি)।

উল্লেখ্য ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন।

গত ১১ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী ১৩ জনকে সাক্ষী করে মালেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

গত ৪ এপ্রিল মালেকের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন আদালত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss