spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাসুদ রানা সিরিজের ২৬০ বই আবদুল হাকিমের

‘মাসুদ রানা সিরিজের ২৬০টি বইয়ের মালিকানা কাজী আনোয়ার হোসেনের নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এছাড়া কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্বও জব্দই থাকছে বলে জানানো হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ। কপিরাইট অফিসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও ইফতাবুল কামাল অয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

রায়ে বলা হয়, ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বইয়ের আসল মালিক আব্দুল হাকিম, কাজী আনোয়ার হোসেনের নয়।

এর আগে ২০১৯ সালের ২৯ জুলাই ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি ও ‘কুয়াশা’সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে কপিরাইট স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট অফিসে অভিযোগ দাখিল করেন শেখ আব্দুল হাকিম।

প্রায় দুই বছর ধরে আইনগত লড়াই শেষে অবশেষে নিজের পক্ষে রায় পেলেন তিনি।

অবশ্য গত বছরের ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয়, কিন্তু সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট করেন সেবা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন। গত ৯ ডিসেম্বর উক্ত রিটের শুনানি শেষে রায় ঘোষনার তারিখ দেওয়া হয় ১৩ ডিসেম্বর।

হাইকর্টের বেঞ্চ আজ বাংলাদেশ কপিরাইট অফিসের সিদ্ধান্তকেই বহাল রেখে আব্দুল হাকিমকে ‘মাসুদ রানা’ সিরিজের মালিকানা দিয়ে রায় দেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss