spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না মন্ত্রণালয়

চলমান তাপপ্রবাহে প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধই থাকছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গতকাল সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রসঙ্গত, চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে গতকাল সোমবার এ আদেশ দেন।

তবে ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ও লেভেল, এ লেভেল পরীক্ষা পদ্ধতির পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হাইকোর্টের আদেশমুক্ত থাকবে বলা হয়। এছাড়া, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে তারা চাইলে পাঠদান চালু রাখতে পারবে বলে মত দিয়েছেন আদালত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss