spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ, তালিকায় আছেন সারজিসের শ্বশুরও

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দিয়েছেন। গতকাল সোমবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন। তিনি হলেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই ২৫ জনকে শপথগ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আব্দুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, উর্মি রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, সলিসিটর রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ এফ এম সাইফুল করিম, এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এবং হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।

এই নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss