কলামিস্ট, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদকে রাজধানীর আজিমপুর কবরস্থানে আজ (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দাফন করা হবে। আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ এ তথ্য জানান।
আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বলেন, বুধবার বেলা আড়াইটায় তার বাবার কফিন হাসপাতাল থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জানানোর পর জানাজায় অংশ নেবেন।
সেখান থেকে আবুল মকসুদের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আরেক দফা জানাজা হবে। বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরো পড়ুন: চলে গেলেন সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ
গতকাল (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল মকসুদ। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চস/স


