spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জেনে নিন নারী দিবসে উপহার হিসেবে যা দিবেন

আগামীকাল ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবে নারী দিবস। ভাবছেন বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের সদস্য প্রিয় নারীকে কী উপহার দেবেন এই বিশেষ দিনে? জেনে নিন কিছু আয়ডিয়া।

গুডলাক প্ল্যান্ট
ইনডোর প্ল্যান্ট বা গুডলাক প্ল্যান্ট অনেকেই রাখেন বাসায় বা অফিসের ডেস্কে। প্রিয় নারীকে বা অফিসের নারী সহকর্মীকে উইশ করতে দিতে পারেন এমন কোনও প্ল্যান্ট।

হ্যান্ডব্যাগ
হ্যান্ডব্যাগ নারীদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। উপহার হিসেবে কিনে দিতে পারেন সুন্দর একটি হ্যান্ডব্যাগ।

ফটোফ্রেম
নিজের সুখময় স্মৃতি ছবিতে ধরে রাখতে চান সবাই। আকর্ষণীয় একটি ফটোফ্রেম হতে পারে নারী দিবসের উপহার। সম্ভব হলে তার নাম খোদাই করা ফ্রেম উপহার দিতে পারেন অথবা নিজের সঙ্গে তোলা চমৎকার কোনও ছবি এঁটে দিতে পারেন।

পারসোনালাইজড ক্যারিকেচার
নারী বন্ধু বা সহকর্মীর ক্যারিকেচার বানিয়ে উপহার দিতে পারেন। অথবা ওয়ান্ডার ওম্যানের মতো জনপ্রিয় নারী কমিক চরিত্রের খেলনায় ছবি জুড়ে দিয়ে উপহার দিতে পারেন তাকে।

ট্রাভেল পাউচ
ভ্রমণপ্রিয় নারীকে ট্রাভেল ওয়ালেট উপহার দিতে পারেন। এতে তার আইডিসহ সব কার্ড, কয়েন, ফটো রাখতে পারবেন তিনি।

হাতে তৈরি কার্ড
হাতে তৈরি কার্ডে সম্মান ও ভালোবাসাসূচক উক্তি লিখে উপহার দিতে পারেন বন্ধু, মা অথবা সহকর্মীকে।

প্রয়োজনীয় কিছু
নারী দিবস উপলক্ষে মা অথবা পরিবারের সদস্য নারীদের দিতে পারেন তাদের প্রয়োজনীয় কিছু। সেটা হতে পারে চশমার ফ্রেম, পারফিউম, পোশাক অথবা ডায়েরি।

ফুল কিংবা চকোলেট
উপহার হিসেবে একগুচ্ছ তাজা ফুলের আবেদন চিরন্তন। এদিন প্রিয় নারীকে শুভেচ্ছা জানাতে বেছে নিতে পারেন ফুল। অথব একটি সুন্দর বক্সে চকোলেট সাজিয়ে উপহার দিতে পারেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss