spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ১৬

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ০৮ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এর মধ্যে নগরীর ৯২ হাজার ১৪৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৪৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

বৃহস্পতিবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৫১৯টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়। শনাক্ত ১৪ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দা।

প্রতিবেদনে জানা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় ২ জন, এন্টিজেন টেস্টে ৪১টি নমুনা পরীক্ষায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় ১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯টি নমুনা পরীক্ষা করে ১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের (আরটিআরএল) ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষায় ১জন।

এছাড়াও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু হয়।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss