চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের জন্মনিবন্ধন আইডি হ্যাক হয়েছে। ওই আইডি থেকে ৮৪টি জন্মনিবন্ধন সম্পন্ন করেছে হ্যাকার।
আজ শনিবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত সচিব মো. সাইফুদ্দীন।
তিনি বলেন, সকালে অফিসে জন্মনিবন্ধনের কাজ করার সময় হ্যাকের বিষয়টি টের পাওয়া যায়। আমরা ১৫টি জন্মনিবন্ধন সম্পন্ন করেছি। কিন্তু বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে দেখা যায় প্রায় ৯৯টা জন্মনিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। পরে আমরা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি।
তিনি আরও বলেন, অতিরিক্ত ৮৪টি জন্মনিবন্ধনের ব্যাপারে আমরা থানা পুলিশকে অবহিত করেছি। সাইবার ট্রাইব্যুনালে বিষয়টি জানানো হবে।
চস/স