spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৪১৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছাড়ল প্রথম হজ ফ্লাইট

চলতি বছরে পবিত্র হজ পালনে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে সৌদির উদ্দেশে ছেড়ে গেছে। মঙ্গলবার (২৩ মে) ভোরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইটটি।

এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনাও দেয়া হয়েছে। হাজীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর।

তিনি আরও জানান, এ বছর চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। চট্টগ্রাম থেকে যেসব ডেডিকেটেড ফ্লাইট রয়েছে, সেগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে চলাচল করবে।

শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ জানান, হজযাত্রীদের হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss