চট্টগ্রাম নগরীতে এক জুয়ার আসর থেকে বাকলিয়া থানা পুলিশ নগদ ৩১০০ টাকাসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মামুন হোসেন (২৪), মোঃ সাদ্দাম (৩০), মোঃ মানিক (২০), মোঃ মোশারফ হোসেন (২০), মোঃ সাজ্জাদ হোসেন (৩০), মোঃ লোকমান (৪৪), মোঃ রিয়াজ উদ্দিন (২৯), মোঃ সাগর হোসেন (২৫), মোঃ আব্দুল জলিল (৩৬) ও মোঃ ফরিদ হোসেন (৪০)। তাদের সবাই বর্তমানে নগরীর বাকলিয়া এলাকায় থাকেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, বাকলিয়া থানাধীন নতুনব্রীজ সংলগ্ন ফিশারীঘাট রোডের পাশে নবাব খাঁর কলোনির ভিতরে মনিরের টিনের ঘরের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নন.এফ.আই.আর প্রসিকিউশন সিএমপি অধ্যাদেশ ৯৪ মোতাবেক জেল হাজতে সোপর্দ করা হয়।
চস/স