spot_img

৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি মামলা: মূলহোতাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আলোচিত ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা আবছার উল্লাহ ফারুকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব -৭ প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন – ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে আবছার উল্লাহ ফারুক (৩২), তাঁর স্ত্রী হাসিনা আক্তার (২৮) এবং ওই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মোঃ মুছা প্রকাশ বালু (৩২)।

ঘটনার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ভিকটিম (৩৭) একজন গৃহিনী এবং স্বামীর মৃত্যুর পর তার সন্তানাদি নিয়ে নিজ বাড়ি চট্টগ্রামের পতেঙ্গায় বসবাস করেন। ভিকটিমের স্বামীর মৃত্যুর পর সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়।

গত ৬ সেপ্টেম্বর তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে এবং ফারুকের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর প্রধান আসামি আবছার উল্লাহ ফারুক সহ বাকিদেরকে গ্রেফতার করে র‌্যাব।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss