spot_img

১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ-আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইস্টার্ণ রিফাইনারি জেটিতে তেলবাহী বাংলার জ্যোতি নামের একটি জাহাজে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম জানায়, বেলা ১১টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নেভাতে যায়। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি ইউনিট যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে, ঘটনাস্থল থেকে এএম মাজিদ নামে এক যুবক জানান, সাড়ে ৯টার দিকে জাহাজটি এখানে বার্থিং হয়। বার্থিং চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরই জাহাজে আগুন ধরে যায়। যা খুবই ভয়াবহ।

উল্লেখ্য, এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss