spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, চান্দগাঁওয়ে আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ব্যবসায়ী আফতাব উদ্দীন তাহসিন হত্যাকাণ্ডের ঘটনায় মো. এমরান (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টায় নগরীর চান্দগাঁও থানাধীন অদূরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, গত ২১ অক্টোবর বিকালে চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী কালো রঙের নোহা গাড়িতে এসে আফতাব উদ্দীনকে গুলি করে চলে যায়। এতে ইট ও বালু ব্যবসায়ী আফতাব গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বাবা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত মো. এমরান নামে আরও এক আসামিকে গতকাল শনিবার চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি নিহত ব্যবসায়ীর তথ্য দিয়ে আসামিদের সহায়তা করেছিল।

এর আগে এ মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss