spot_img

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ফিরে পাওয়ার আশা চসিক মেয়রের

যথাযথ আইনি প্রক্রিয়ায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শুরু থেকে চেয়েছিলাম আইনি প্রক্রিয়ায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইন্টারভেন করতে। কিন্তু গত ২-৩ দিন আগে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, সেখানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। অনেক অভিভাবক আমার কাছে এসেছেন, আমার বাসায়ও গেছেন। তারা উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, সবকিছু সিটি কর্পোরেশনের পক্ষে আছে। আমরা আইনকে শ্রদ্ধা করি। যথাযথ প্রক্রিয়ায় আমরা এটা ফিরে পাবো। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি৷ মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) চিঠি দেওয়া হয়েছে।

মেয়র আরও বলেন, কোর্টে একটা নিষেধাজ্ঞা আছে, সেটা ভেকেট করতে একজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন আইনের গতিতে চলবে। শিক্ষা মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে দায়িত্ব বুঝিয়ে দেবে। সে পর্যন্ত অপেক্ষা করুন।

মেয়র জানান, ১৯৯২ সালের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় করতে পাঁচ কোটি টাকা জমা দিতে হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় করতে ২০০৩ সালে ৪৭ কোটি টাকা দেয় সিটি কর্পোরেশন। গত ১৬ বছর সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় পরিচালনা করে৷ পরে জোর খাটিয়ে পরিবারতান্ত্রিকতা করে এটা দখল করে নেওয়া হয়েছে। কারও নাম বলতে চাই না, সবাই জানেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের নিজের টাকায় করা জানিয়ে ডা. শাহাদাত আগামীতে এই বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এমন লোকজন দিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিচালনা করবো, যারা খুব দক্ষ। আর কোন মাফিয়াচক্র যেন দখলে নিতে না পারে৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব দিতে চাই।

যারা প্রিমিয়ার ইউনিভার্সিটি দখলে রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মিনিস্ট্রি থেকে আদেশ আসলে ৬-৭ বছর যারা ছিলেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবো।

এর আগে আন্দোলনের মুখে গত শুক্রবার রাতে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন পদত্যাগ করেন। পরে রবিবার অস্থায়ী নগর ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি চসিকের অধীনে পরিচালনার ঘোষণা দেন মেয়র শাহাদাত হোসেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss