spot_img

১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আগুনে পুড়ল তিনটি ফার্নিচার কারখানা

চট্টগ্রামে মধ্যরাতে ফার্নিচার কারখানায় লাগা আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে তিনটি কারখানা। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্মপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর থেকে ৫টি ইউনিট কাজ করেছে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থল থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss