spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছে পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে নগরীর ২ নম্বর গেটে সড়কে বসে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো-

১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ % ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে।

২. জুনিয়র ইন্সট্রাক্টর(টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।

৩. ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে (এইচএসসি, ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল,টিটিসি শিক্ষার্থী, এইচএসসি বিজ্ঞান + ট্রেড কোর্স )

৪. কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

৫. কারিগরি শিক্ষার প্রচার ও বৃদ্ধির এবং লক্ষে প্রাথমিক বিদ্যালয় কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলী দের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে।

৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss