spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লালখান বাজারে বাসচাপায় তরুণীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে বাসচাপায় রিয়া মজুমদার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছে।

ঘটনাস্থলে পড়ে থাকা একটি আইডি কার্ড থেকে তার নাম নিশ্চিত হওয়া গেছে। কার্ডে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ টেলি মার্কেটিং পদে কর্মরত বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়া ৭ নম্বর রুটের একটি বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। এ সময দুই নম্বর রুটের একটি মিনিবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি ৷ ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করেছি তবে চালক পালিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss