spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে অতিরিক্ত বাস ভাড়া আদায় প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিবছর পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে অতিরিক্ত বাস ভাড়া দাবী করে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করতে দেখা যায়।যাত্রীদের ভোগান্তি লাঘব এবং বিআরটিএ নির্ধারিত বাসভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএর সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ নগরীর চান্দগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুল হাসান, জনাব রাইয়ান ফেরদৌস এবং জনাব সুব্রত হালদার

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়, রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে পরিবহন যান ব্যবহারসহ বিভিন্ন আইন সম্পর্কে সতর্ক করা হলেও গুরুতর অপরাধ না পাওয়ায় কোন মামলা দায়ের করা হয় নি।

এসময় এ এলাকায় বাজার মনিটরিং করে মূল্যতালিকা না রাখা, লাইসেন্সবিহীন ব্যবসা করা ও পণ্যের গায়ে মেয়াদ দৃশ্যগ্রাহ্য না থাকায় পৃথক ৩ টি মামলায় ১৪,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে—নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss