spot_img

৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বড়পোলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চট্টগ্রামের হালিশহর বড়পোল মোড়ের নিকটবর্তী আড়ংয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) বেপরোয়া গতিতে এসে রাস্তা পার হতে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সাইকেলে থাকা আরোহী মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বয়স আনুমানিক ১৫-১৭ বছর বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাড়িটির চালকের নাম জানা যায় তানিম, বয়স আনুমানিক ২০ বছর। দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটি আটক করে এবং চালককে শনাক্ত করে। ঘটনাস্থলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় করেন। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়ির সামনের অংশ ও উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়ির বাম্পারেও দাগ দেখা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss