spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এইচএসসি পরীক্ষা ঘিরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১০ দফা নির্দেশনা

চট্টগ্রামসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে। পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ১০ দফা নির্দেশনা জারি করেছে। সুষ্ঠু, নকলমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা আয়োজনই এর লক্ষ্য। নির্দেশনাগুলো পরীক্ষার্থী, অভিভাবক এবং কেন্দ্র সংশ্লিষ্ট সবার জন্যই প্রযোজ্য।

বোর্ড জানায়, পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডসহ নির্ধারিত ঘরগুলো যথাযথভাবে পূরণ করতে হবে এবং বৃত্ত রঙ করতে হবে নিখুঁতভাবে। ভুল বা ভাঁজ করা উত্তরপত্র গ্রহণযোগ্য হবে না।

পরীক্ষার এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রবেশপত্রে যেসব বিষয়ের উল্লেখ থাকবে, কেবল সেগুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা।

এ বছর প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, স্থানান্তরিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। তত্ত্বীয়, বহুনির্বাচনি এবং ব্যবহারিক- তিন বিভাগেই আলাদাভাবে পাস করতে হবে। প্রতিটি পরীক্ষায় উপস্থিতির স্বাক্ষর বাধ্যতামূলক।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, অ্যানালগ ঘড়ি এবং নকলবিরোধী পোস্টার। জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষায় নকল বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss