spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫। এ বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ৩০টি প্রতিষ্ঠান। অন্যান্য প্রতিষ্ঠানের মতো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার পেয়েছে ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেড।

মঙ্গলবার (২৪ জুন) এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশের শিল্প-কারখানাগুলোর মধ্যে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, জনাব আদিলুর রহমান খান।

সারা দেশের কলকারখানা ও ফ্যাক্টরিগুলো নিবিড় পরিদর্শনের পর মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এরমধ্যে গ্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেড।

মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেডের পক্ষে গ্রুপের সিনিয়র ডিজিএম মোঃ শহীদুল ইসলাম (মার্চেন্ডাইজিং) এই পুরস্কার গ্রহণ করেন।

এই পুরস্কার দেশের শিল্পখাতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss