spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের সাবেক কাউন্সিলরের সাড়ে ১১ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর ১১ কোটি ৬২ লাখ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চট্টগ্রামের মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. হাসানুল ইসলাম এই আদেশ দেন।

মঙ্গলবার (২৪ জুন) শুনানির পর আদালত সুমন ও তার স্ত্রীর স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।

জব্দের আদেশ হওয়া সম্পত্তির মধ্যে আছে চট্টগ্রাম নগরীর মধ্য হালিশহর, দক্ষিণ হালিশহর, পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় বিভিন্ন পরিমাণের ১৯টি জমি ও কয়েকটি পুকুর।

এছাড়াও আছে নগরীর দক্ষিণ হালিশহরে একটি নয়তলা বাড়ি ও সেমিপাকা একতলা ঘর এবং কক্সবাজার জেলার ঝিলংজা পৌর এলাকায় একটি আটতলা ভবন।

দুদকের আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমনের ১৫ কোটি টাকার এবং তার স্ত্রী শাহনাজ আকতারের ১ কোটি ৫৪ লাখ টাকার ‘জ্ঞাত আয়বর্হিভূত’ সম্পদের খোঁজ পেয়েছে দুদক।

তারা তাদের ‘জ্ঞাত আয়বর্হিভূত’ স্থাবর সম্পদ ‘বিক্রি ও হস্তান্তরের চেষ্টা’ করছেন।

দুদক মনে করছে, এসব সম্পত্তি বেহাত হলে ‘রাষ্ট্রের সমূহ ক্ষতি’ হতে পারে।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss