spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এইচএসসি কেন্দ্র পরিদর্শনে মেয়র শাহাদাত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চট্টগ্রামের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় তিনি এ কেন্দ্র পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষ নূরবানু চৌধুরী। মেয়র পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন।

মেয়র বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহসহ প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে। কেউ পরীক্ষার পরিবেশ নষ্ট করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।

এ বছর সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজার ৭৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ৩৪ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ২৯৩ জন।

দেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss