চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় সংঘটিত জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল (২৮) চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির বাসিন্দা।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘর্ষে নিহত হন বায়েজিদ এলাকার বাসিন্দা ও সিটি গেটের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত জুবায়ের উদ্দিন বাবু (২৬)। ওইদিন সন্ধ্যায় খেলা শুরুর আগে রুবেলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জুবায়েরসহ একাধিক দর্শক গুরুতর জখম হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এর আগে একই মামলার আরেক আসামি মো. তারেককে গত বছরের ২৩ সেপ্টেম্বর বরিশাল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
র্যাব-৭ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা রুবেলের অবস্থান শনাক্তে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তারকৃত আসামিকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চস/স