spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

রাউজানে গুলিতে নিহতের ঘটনায় আটক ৪

চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় গাড়ি থাকা মোহাম্মদ আব্দুল হাকিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বলা হচ্ছে নিহত ব্যক্তি বিএনপির কর্মী। তবে ঘটনার নিন্দা জানিয়ে নিহত হাকিম বিএনপি কর্মী নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি।

জানা গেছে, গতকাল (৭ অক্টোবর) সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গুলিতে খুন হন রাউজানের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কাছের হিসেবে পরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা হাকিমের গাড়ি আটকিয়ে কাছ থেকে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে চলে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার স্থানীয় বিএনপি বিক্ষোভ করে রাউজানের কয়েকটি এলাকায়। তারা কাপ্তাই সড়ক কিছু সময় অবরোধও করে।

তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন।

পুলিশ কর্মকর্তা আহসান হাবীব পলাশ জানান, গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিও দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে অপরাধীদের শনাক্ত করে আটকের অভিযান চলমান আছে। রাউজানে এ ধরনের হত্যাকাণ্ড থামাতে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

পুলিশের হাটহাজারীর সার্কেল অফিসার তারিক আজিজ জানান, রাউজানের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে ও বুধবার অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss