সালমা বেগম জরুরি কাজে চট্টগ্রাম যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তার ফ্লাইট সকাল সাড়ে ৮টায়। তিনি বিমানবন্দরে এসে হাজির হলেন সকাল ৭টা ৫৫ মিনিটে। গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে বিমানবন্দরে ঢুকলেন। সকাল ৮টা ৫ মিনিটে বিমানের কাউন্টারে গেলেন বোর্ডিং করতে। কিন্তু বিমানের কাউন্টারের লোকজন জানালেন, কাউন্টারে ক্লোজ, তাকে আর বোর্ডিং করা সম্ভব নয়। শুধু সালমা নয়, আরও কয়েকজন যাত্রী একই রকম পরিস্থিতিতে পড়েছেন। সালমা বেগম বিমানের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা’ জড়িয়ে পড়লেন। রেগে গিয়ে ফেসবুকে স্টাটাস দিলেন সালামা বেগম। মুহুর্তে হাজার হাজার লাইক, শত শত কমেন্ট। সবাই একহাত নিলো বিমানে।
কিন্তু বাস মিস করা আর ফ্লাইট মিস করা তো এক কথা নয়। প্রশ্ন হচ্ছে, ফ্লাইটের কতক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছাবেন?
একটি ফ্লাইটে ৭০ জন যাত্রী। সবাই যদি ফ্লাইট ছাড়ার ২০ মিনিট আগে কাউন্টারে আসেন, তাহলে কি সবার বোর্ডিং করে নির্ধারিত সময়ে ফ্লাইট ছাড়া সম্ভব হবে ?
দেশের ভেতরে অর্থাৎ অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা অনুসারে ৩০ মিনিট আগে বোর্ডিং কাউন্টার ক্লোজ হবে। ফ্লাইটের ৩০ মিনিট আগে আপনি কাউন্টারে না আসলে, এয়ারলাইন্স আপনাকে বোর্ডিং করতে বাধ্য নয়।
আপনি হয়ত ভাবতে পারেন, ফ্লাইটের ৩০ মিনিট আগে কাউন্টার বন্ধ কেন। বিমানযাত্রার জন্য সব সময়ই কিছু প্রস্তুতির প্রয়োজন হয়। অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের উড়োজাহাজগুলো টার্মিনাল থেকে দূরবর্তী বে এলাকায় পার্কিং করা থাকে। সেখানে যাত্রীদের নিয়ে উড়োজাহাজে উঠতেও সময়ের প্রয়োজন আছে। যাত্রীদের বুকিং করা লাগেজগুলো টার্মিনালের বোর্ডিং কাউন্টার থেকে নিয়ে উড়োজাহাজে উঠাতে সময়ের প্রয়োজন হয়। যাত্রীরা আসন গ্রহন করার পর উড়োজাহাজের ডোর ক্লোজ করার পর ফ্লাইট ছাড়ার জন্য প্রস্তুতি নেন পাইলট। ফলে বোর্ডিং করার পরও কিছু আনুষ্ঠানিকতার জন্য এয়ারলাইনের সময়ের প্রয়োজন। তবে কখনও কখনও কোন যাত্রীর সঙ্গে যদি কোন লাগেজ না থাকে, সেই সব যাত্রী দেরিতে আসার পরও কোনও কোনও এয়ারলাইন্স চেষ্টা করে তাকে ফ্লাইটে নিতে। তবে ফ্লাইটের ৩০ মিনিট আগে আপনি কাউন্টারে না আসলে, এয়ারলাইন্স আপনাকে বোর্ডিং করতে বাধ্য নয়।
অনেকে যাত্রী এ বিষয়গুলো গুরুত্ব দেন না, ভুল করে বসেন। তাই বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৪৫ মিনিট আগে পৌঁছানোই ভালো।
আর যদি তা না করেন, আপনি ফ্লাইট মিস করবেন। রেগে গিয়ে সালামা বেগমের মতো ফেসবুকে স্টাটাস দিলে হাজার হাজার লাইক, শত শত কমেন্ট পেতে পারেন। কিন্তু ফ্লাইট ধরতে পারবেন না।
চস/আজহার