spot_img

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শীতকালে ত্বকের যত্নে সর্ষের তেল খুবই উপকারী

শীতকালের শুষ্ক ও প্রাণহীন ত্বক নরম ও উজ্জ্বল করতে সর্ষের তেল খুবই উপকারী। সর্ষের তেলে আছে অ্যান্টি-ব্যাকটিরিয়াল গুণ। যা ত্বকের নানাবিধ সমস্যা দূর করে ত্বককে সুস্থ রাখে।

১. শীতে ত্বকের বলিরেখা কমাতে সর্ষের তেল খুবই কার্যকর হতে পারে। সর্ষের তেল হালকা গরম করে আলতো হাতে মুখে মাখতে পারেন। তবে তেল মেখে বেশিক্ষণ রাখবেন না। মাখার পর একটি সুতির কাপড় ভিজিয়ে মুখের অতিরিক্ত তেল মুছে ফেলুন।

২. শীতের রোদে ত্বকে বেশি টান পড়ে। রাসায়নিক কোনো সানস্ক্রিন ব্যবহার করার চেয়ে সর্ষের তেল ব্যবহার করা ভালো। এ ছাড়া সর্ষের তেলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-এইজিং বৈশিষ্ট্য যা ত্বকের ট্যান দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। সর্ষের তেলে মিশিয়ে নিতে পারেন এক চামচ লেবুর রস। মুখে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন।

৩. সর্ষের তেলে আছে ভিটামিন বি, এ, এবং ই কমপ্লেক্স। নিয়মিত সর্ষের তেল ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।

৪. ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করতে সর্ষের তেলের জুড়ি মেলা ভার। সর্ষের তেলের সঙ্গে বেসন, দই, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। এতে নিমেষেই দূর হবে ত্বকের দাগ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss