যুক্তরাষ্ট্রে প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার স্ত্রীকে প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে।
যদিও দিবসটি নিয়ে বিস্তারিত ঐতিহাসিক তথ্য খুব বেশি নেই, তবে এটি মূলত স্ত্রীর অবদান, ত্যাগ ও ভালোবাসাকে সম্মান জানাতেই পালন করা হয়। উদ্দেশ্য একটাই- একজন স্ত্রীর অবদানকে সম্মান জানানো, তার ভালোবাসা, পরিশ্রম, ত্যাগ আর সাহসকে স্বীকৃতি দেওয়া।
কবি কাজী নজরুল ইসলাম তাই লিখেছিলেন- ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’
সংসার সুখের হয় কেবল নারীর গুণে- এমন ধারণা অতীতে ছিল। আজ মানুষ বিশ্বাস করে, সংসার সুখের হয় স্বামী-স্ত্রী দুজনের পরিশ্রমে, দুজনের সমান ত্যাগে।
যাদের বিবাহিত জীবন এক বছর, দশ বছর কিংবা পঞ্চাশ বছর- যাই হোক না কেন, স্ত্রীর প্রশংসা করলে তিনি অনুভব করবেন যে তিনি কতটা গুরুত্বপূর্ণ। এতে শুধু সম্পর্কই ভালো থাকে না, পারস্পরিক সম্মান ও ভালোবাসাও গভীর হয়।
এদিনে স্বামীরা শুধু স্ত্রীর প্রশংসা করবে। অনেক পুরুষ আছেন, যারা সব কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে। ভালো থাকে সম্পর্ক।
চস/স