spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হেফাজতের ৩৬ নেতার বিরুদ্ধে মামলা, অভিযোগ আল্লামা শফীকে হত্যা

হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। বাদির আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনকে আসামী করা হয়েছে।

এডভোকেট মোহাম্মদ আবু হানিফ জানান, মামলায় বাদিসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ।

 

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss