spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লেখক মুশতাকের মৃত্যু

দুই সদস্যের তদন্ত কমিটি গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) কারাগারে মৃত্যুর ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই সদস্যের কমিটিতে রয়েছেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান ও উম্মে হাবিবা। তাদের দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

লেখক মুশতাক আহমেদের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছিল। ২০২০ সালের আগস্ট মাস থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক সন্ধ্যায়

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ কমপ্লেক্সে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss