প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টা দিকে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপর দিকে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহামেদ সলিহ তাঁর দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।
বৈঠকে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে দুই নেতা কিছু সময় একান্ত বৈঠক করেন।
আরো পড়ুন: মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সলিহ ঢাকায়
এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে‘ টাইগার গেট’ এ প্রধানমন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে মালদ্বীপের প্রেসিডেন্ট গতকাল বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকায় আসেন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি।
চস/স


