spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে আরও ৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৭৯৭ জনে। গত বছরের ২০ ডিসেম্বরের পর এটিই দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৮৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৪ মার্চ) করোনাভাইরাসটিতে আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছিল। গতকাল আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন তিন হাজার ৫৬৭ জন। ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৯১৫ জন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৯৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৯ হাজার ৮২৯ জন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss