spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকায় ল্যাঙ্গাভেল্ট, বিকেলে আসছেন ডমিঙ্গো

বিশ্বকাপে ভরাডুবির পর পরিবর্তন এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। নতুন কোচিং স্টাফ নিয়োগ দিয়েছেন দেশের ক্রিকেট অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় পৌঁছেছেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। আর বিকেলে আসছেন হেড কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন এই সাবেক প্রোটিয়া পেসার চার্ল ল্যাঙ্গাভেল্ট।
জানা গেছে বিকেল পাঁচটায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন হেড কোচ।

কোচদের আসার আগেই গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। যেখানে ৩৬ জনকে রাখা হয়েছে অনুশীলনের জন্য। তবে বুধবার থেকে ডমিঙ্গোর তত্ত্বাবধানে চলবে কন্ডিশনিং ক্যাম্প।

আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ব্যস্ত সূচি। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করায় বরখাস্ত হতে হয় হেড কোচ স্টিভ রোডসকে। এছাড়া চুক্তি নবায়ন করা হয়নি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্পিন কোচ সুনীল জোশীকে। ভারতীয় স্পিন কোচ সুনীল জোশীর বদলে নিয়োগ দেয়া হয়েছে কিউই সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরিকে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss