spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়

আজ বাংলাদেশ ক্রিকেটের অবিস্মরণীয় এক দিন। স্বপ্নীল এক দিন। অবিশ্বাস্য রূপকথার মিশেলে চোখ ধাঁধানো এক সকাল। আগুনে পারফরম্যান্সে ইতিহাস গড়ল টাইগাররা। ব্যাটে-বলে দুরন্ত লাল-সবুজের প্রতিনিধিরা নিউজিল্যান্ডের মাটিতে জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে। দেশটিতে ছিনিয়ে নিল প্রথম জয়।

চার দিন ধরে মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে গেছে মুমিনুল হকরা। যার রেশ থাকল প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনেও। আগের চেয়ে বরং প্রবল প্রতাপ নিয়ে লড়লো দেশের সোনার ছেলেরা। স্বাগতিক নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে দিতেই জয়টা চলে আসে হাতের নাগালে।

মুশফিকুর রহিমের ব্যাট ছোঁয়া বল মাঠের বাউন্ডারি ছুঁতেই নীরবতা ভাঙল মাঠের। কিউইদের দেয়া ৪০ রানের সহজ লক্ষ্যটা মাত্র দুই উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে অতিথিরা। মাঠেই গর্জে উঠেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। শূন্যে ছুঁড়লেন হাত। বুকে জড়িয়ে ধরলেন ক্যাপ্টেনকে মুমিনুল হককে। ততক্ষণে উৎসব আর উচ্ছ্বাসটা ছড়িয়ে পড়েছে দেশের সব ক্রিকেটারদের মাঝে।

চতুর্থ দিনে বিধ্বংসী বোলিংয়ে চার উইকেট নিয়ে টাইগারদের জয়ের ভিত গড়ে দেন এবাদত হোসেন। আজ আরও দুটি উইকেট নিলেন। তার বোলিং ফিগার ৬/৪৬। ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের জয়ে রাখলেন অগ্রণী ভূমিকা রেখে হলেন ম্যাচসেরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss