spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্বকাপের প্রথম খেলায় আশা জাগিয়ে হারল মেয়েরা

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। তবুও শুরুটা ভালো করল বাংলাদেশ। ২০৭ রানে প্রোটিয়াদের আটকে দেয় টাইগ্রেসরা। ইতিহাস গড়তে নিগারদের দরকার ছিল ২০৮ রান। প্রথম উইকেটেই প্রায় তিন ভাগের এক ভাগ রান করে দিয়ে যান ওপেনাররা। তবুও শেষ হাসি হাসতে পারলেন না নিগার সুলতানারা।

শনিবার (৫ মার্চ) মেয়েদের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।

ইউনিভার্সিটি ওভালে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অষ্টম ওভারে প্রথম সাফল্য আসে টাইগ্রেসদের। তাজমিন ব্রিটসকে আউট করে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

দ্বিতীয় উইকেটে লারা গুডালকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন লরা উলভার্ট। ব্যক্তিগত ৪১ রানে রিতু মনির বলে বোল্ড হন লরা। পরের ওভারেই গুডালকে ফেরান অভিজ্ঞ সালমা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সাউথ আফ্রিকা এক পর্যায়ে ১১৯ রানেই ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে।

ষষ্ঠ উইকেটে ম্যাচের হাল ধরেন ক্লো ট্রায়ন এবং মারিজান কাপ। ৪৫ তম ওভারে ট্রায়নকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন জাহানারা। এরপর আর কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ৭৭ বলে ৩ চারে সর্বোচ্চ ৪২ রান করেন কাপ।

বাংলাদেশের সর্বোচ্চ ৩ উইকেট নেন ফারিহা তৃষ্ণা। মাত্র ৩৫ রান খরুচে তৃষ্ণার অভিষেকও হয়েছে এই ম্যাচেই। দুটি করে উইকেট নিয়েছেন রিতু মনি ও জাহানারা আলম।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করেন টাইগ্রেসদের দুই ওপেনার শামীমা ও শারমিন। তাদের ৬৯ রানের জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশের মেয়েরা।

ব্যক্তিগত ২৭ রানে শামীমা আউট হন খাকার বলে বোল্ড হয়ে। এরপর ৪৪ রানের ব্যবধানে আরও ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষদিকে রিতু মনি ও নিগার সুলতানার জুটি বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগায়।

কিন্তু ৪৬তম ওভারে রিতুকে বোল্ড করে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেন শবনিম ইসমাইল। পরের ওভারে নিগার সাঁজঘরে ফেরেন রান আউট হয়ে। আউট হওয়ার আগে কোনো বাউন্ডারি ছাড়াই ২৯ রান করেছিলেন টাইগ্রেস অধিনায়ক।

১৭৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আয়াবেঙ্গা খাকা। এছাড়া মাসাবাতা ক্লাস নিয়েছেন ২ টি উইকেট।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss