নানা নাটকীয়তা শেষে কোন প্রার্থীই প্রেসিডেন্ট পদে যেতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোটের দিকে গড়াল তুরস্কের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন। এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের নির্বাচন কমিশন সুপ্রিম ইলেকশন কাউন্সিল।
সোমবার (১৫ মে) তুরস্কের নির্বাচন কমিশন জানায়, আগামী ২৮ মে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে দেশটিতে। সেদিনই নির্বাচিত হবেন আগামী পাঁচ বছরের জন্য দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এদিকে সোমবার এক টুইট বার্তায় এরদোয়ান বলেন, ‘গতকালের নির্বাচনে তুরস্ক দেখিয়েছে যে এটি বিশ্বের সবচেয়ে উন্নত গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি।’
এ সময় তিনি ২৮ মে দ্বিতীয় দফা ভোটেও বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
তুরস্কের নির্বাচন কাউন্সিলের হিসেবে, নির্বাচনে ভোট পড়েছে ৮৮.৯২ শতাংশ। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) নেতা এরদোয়ান পেয়েছেন ৪৯.৫০ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪.৮৯ শতাংশ ভোট। অর্থাৎ বিরোধী প্রার্থী থেকে ৫ শতাংশ ভোটে এগিয়ে আছেন এরদোয়ান।
এদিকে দ্বিতীয় দফার ভোটে দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে বিশ্লেষকরা বলছেন, রান অফ ভোটেও এগিয়ে থাকবেন এরদোয়ান।
চস/স