spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তৃণমূল নেতাদের সঙ্গে গণভবনে চলছে শেখ হাসিনার বৈঠক

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তৃণমূলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এতে দলটির তৃণমূলের হাজারো নেতা যোগ দিয়েছেন।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভায় দলটির সভাপতি শেখ হাসিনা সারাদেশের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এদিন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে সকাল ৯টা থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় তিন হাজার নেতা বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

আসন্ন নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক মহলে বইছে উত্তাপের হাওয়া। মাঠের বিরোধী দল বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ষড়যন্ত্র মোকাবিলা এবং সরকারের উন্নয়নের প্রচার করার বার্তা দওয়া হতে পারে। এ ছাড়া উন্নয়নের প্রচারে সহায়তা করতে গত সাড়ে ১৪ বছরের সরকারের উন্নয়নের ফিরিস্তি বর্ণনা করে তৈরি করা হয়েছে বই, যা সভায় তৃণমূল থেকে আসা নেতাকর্মীর হাতে তুলে দেয়া হবে।

প্রায় সাড়ে ৩ হাজার তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন। তবে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে যেসব জনপ্রতিনিধি জয়ী হয়েছেন তাদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

গত ৩০ জুলাই বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়। কিন্তু পরে তারিখ পরিবর্তন করে ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভার দিনক্ষণ চূড়ান্ত হয়। সর্বশেষ আওয়ামী লীগের এ ধরনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালের ২৩ জুন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss