spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জাপান সফর স্থগিত প্রধানমন্ত্রীর

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার ঢাকায় মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে তিনি একথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। জাপানের রাজার সঙ্গেও সাক্ষাতের ব্যবস্থা হয়েছিল। কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ সোচ্চার হয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে।’

আরো পড়ুন: যেসকল ভুয়া স্বাস্থ্য পরামর্শে কান দিবেন না

পররাষ্ট্রমন্ত্রী জানান, আপাতত স্থগিত করলেও এই সফর পরবর্তীতে কোন সময় হবে। এতে জাপানের পক্ষ থেকেও কোনো আপত্তি নেই।

সফর স্থগিতের ব্যাখ্যায় মোমেন বলেন, ‘আমরা যেখানে যাই, মাননীয় প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে। ওরা বলেছে, এই মুহূর্তে বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, (এমন) বড় জমায়েত বোধহয় এই পরিপ্রেক্ষিতে সম্ভব না।’

দুই দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৩০ মার্চ জাপানে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss