রোববার (৭ জুলাই) ভোরে দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘুরি গ্রামের আমজাদ মন্ডল (৪২) নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ি থেকে ডেকে নিয়ে আমজাদ মন্ডলকে এলোপাতাড়ি কুপানো হয়। নিহত আমজাদ ওই গ্রামের ফজেল মন্ডলের ছেলে।
নিহতের ভাগিনা নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার মামা আমজাদ মন্ডলকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চস/আজহার