spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধে একজন নারী আর চারজন পুরুষ।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আবদুল হালিম (৬৮) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টিপু সুলতান (৪৬) আইসিইউতে ছিলেন। এছাড়া কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরবাজার এলাকার নূরজাহান (৮০) ও ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর এলাকার মোশাররফ হোসাইন (৫৩) আইসোলেশন ওয়ার্ডে মারা যান। আর করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে বুড়িচং উপজেলার নুরুজ্জামানের(৮৮)।

এখন পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২১ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬২জন ও করোনা উপসর্গ ৫৯ জন।

আরো পড়ুন: কিট সংকটে স্থগিত কুমিল্লায় নমুনা সংগ্রহ

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৬৪ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss