spot_img

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এএসপি আনিসুলের দাফন সম্পন্ন

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্মীদের মারধরে নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজা শেষে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।

নিহতের ভাই রেজাউল করিম সবুজের অভিযোগ, সোমবার আনিসুল করিমকে মানসিক চিকিৎসার জন্য রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালে ভর্তির পরপর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

আরো পড়ুন: এএসপি আনিসুল করিমকে হত্যার ঘটনায় গ্রেফতার ১০

আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কাপাসিয়ায় উপজেলায় হলেও ছোটবেলা থেকেই থেকেছেন গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss