spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাঘের হাড়সহ বিমানবন্দরে চীনা নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনব কায়দায় বাঘের হাড় পাচারের সময় একজন চিনা নাগরিককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এ সময় ৪টি বাঘের হাড় উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১০ মার্চ) রাতে শু শাংজি নামে ওই চীনা নাগরিকের কাছ থেকে বাঘের চারটি হাড় উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,বুধবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ।

পরবর্তীতে আর্মড পুলিশের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি হাড় উদ্ধার করা হয়। টি ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে তার ভেতরে টি ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।

আরো পড়ুন: করোনার বিলাতি ধরন দেশে আসে জানুয়ারিতেই

তিনি আরো জানান, মনসুর আলী নামের এক ব্যক্তির মাধ্যমে এ হাড়গুলো সংগ্রহ করা হয় চীনে নিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ভারতের মুদ্রা ছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss