spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিমানের সেবা উন্নত করতে আহ্বান প্রধানমন্ত্রীর

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বিমানের সেবা উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বহরের উড়োজাহাজগুলোকে যথাযথভাবে সংরক্ষণের নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার সকালে বহরে যুক্ত নতুন দুই বিমান ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকার’ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ বিমানের যতটুকু উন্নতি তা আওয়ামী লীগের হাত ধরেই। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে বরং এই খাতের অনেক ক্ষতি করেছে। গত বারো বছরে বিমানের বহরে নতুন ১২টি বিমান যুক্ত হয়েছে।

এদিকে, আকাশতরী ও শ্বেতবলাকা আঞ্চলিক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss