সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ইতোমধ্যে ১৮টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবি পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত থেকেই তারা কাজ শুরু করেছে।
রাজধানীতে মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।
তিনি বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
চস/স