spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুর্যোগ মোকাবিলায় ১৫৭৭ মেডিকেল টিম গঠন

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল। ইতোমধ্যে বাংলাদেশ উপকূলের ৩১০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছে ঘূর্ণিঝড়টি। শনিবার (৯ নভেম্বর) রাতের দিকে দেশীয় উপকূল অঞ্চলগুলোতে বুলবুল আঘাত হানতে পারে। এমন আশঙ্কা মাথায় রেখে দুর্গত জেলাগুলোতে ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ও স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে দুর্গত জেলার সর্বমোট ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমে সদস্য হিসেবে আছেন মেডিকেল অফিসার, সহকারী সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও অন্যান্য কর্মচারী।’

ডাক্তার আয়েশা আক্তার আরও বলেন, ‘পাশাপাশি দুর্গত জেলাগুলোতে স্বাস্থ্য বিভাগ কর্তৃক পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম মজুদ নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক যে ৪ হাজার ৫১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেসব কেন্দ্রে মেডিকেল টিমগুলো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেবে।’

দুর্গত এলাকার গর্ভকালীন জরুরি প্রসূতি সেবার প্রতি বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss