spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জো বাইডেনের বিশেষ দূত আজ ঢাকায় আসছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন রোববার (১৭ এপ্রিল) চারদিনের সফরে ঢাকায় আসছেন।

রাশাদ হোসাইন ঢাকার আসার পর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

কক্সবাজার থেকে ঢাকায় ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ধর্ম প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন।

চলতি বছর রাশাদ হোসাইনকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ওআইসির বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss